বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

যে কারণে ভালো হতে চান কল্কি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২ প্রদর্শন করেছেন

নিজের সাহসী এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য বলিউডে সুপরিচিত কল্কি কোয়েচলিন। সিনেমা বাছাই হোক কিংবা ব্যক্তিগত জীবন, কল্কি সবসময়ই হাঁটেন স্রোতের বিপরীতে। অনুরাগের সঙ্গে ডিভোর্সের পর ইসরাইলি সঙ্গীতশিল্পী গাই হার্শবার্গের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন। ২০২০ সালে মা হয়েছিলেন অভিনেত্রী, তবে দুজনে বিয়ে করেনি এখনো।

পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরেই বলিউডে উত্থান কল্কির। ডিভোর্সি, বয়সে বড় অনুরাগের সঙ্গে প্রেম সম্পর্কেও জড়ান নায়িকা। অথচ বিয়ের ঠিক আগেই অভিনেতা ফারহান আখতারের সঙ্গে কল্কির নাম জড়িয়েছিল। গুঞ্জন রটেছিল জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সেটেই নাকি ঘনিষ্ঠ হয়েছেন দুজনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত ঘেঁটে কল্কি বলেন, আমাদের ইতিহাস জানেন? একটা সময় ছিল যখন ট্যাবলয়েডগুলো কিছু গল্প তুলে নিয়েছিল যে আমরা একসঙ্গে ছিলাম, আমি এবং ফারহান একসঙ্গে ছিলাম। তারা এ বিষয়ে সব আর্টিকেল লিখে দিচ্ছিল। তো একদিন, ফারহান আমাকে ডেকে বলল, ‘শোনো, আমরা একসঙ্গে যাওয়ার আগে, আমাদের অন্তত দেয়ালের রঙের বিষয়ে একমত হওয়া উচিত, তাই না? সে এক মজার কাণ্ড। শুধু আপনাদের জানাতে চাই, ট্যাবয়েডগুলোকে খুব গুরুত্ব সহকারে নেবেন না’।

অতীতে অবশ্য বহুগামী সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, একদম অল্প বয়সে বহুগামী সম্পর্কে ছিলেন তিনি। বর্তমানে আর বহুগামী সম্পর্কে জড়াতে চান না কল্কি। তার স্পষ্ট জবাব, ‘এখন যেহেতু আমি থিতু হয়েছি এবং আমার একটি বাচ্চা আছে, আমার মনে হয় না যে আমি এসব ফালতু ব্যাপারে আর সময় বের করতে পারব। কিন্তু অতীতে আমি এতে ছিলাম।’

কালকি এবং ফারহান প্রথম জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে একসঙ্গে কাজ করলেও পরস্পরের বিপরীতে ছিলেন না। বরং অভয় দেওলের বাগদত্তার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ফারহান ছিলেন এই ছবির যৌথ প্রযোজক। কল্কি জোয়া আখতারের ২০১৯ সালের কামিং-অফ-এজ মিউজিক্যাল ছবি ‘গল্লি বয়’, প্রাইম ভিডিও ইন্ডিয়া শো ‘মেড ইন হেভেন’ এবং অর্জুন বরাইন সিংয়ের ‘খো গায়ে হাম কাহান’-তেও অভিনয় করেছেন। সবগুলোই ফারহানের এক্সেল এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত।

অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন কালকি। ২০১১ সালে পরিচালক অনুরাগের গলাতেই মালা দেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি। ডিভোর্সে আনুষ্ঠানিক শিলমোহর পরে দু বছর পরে। আগামীতে এমা এবং অ্যাঞ্জেল ছবিতে দেখা যাবে কল্কিকে।

এদিকে ফারহান এর আগে হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন। ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন তারা, ২০১৭ সালে ডিভোর্স হয় দুজনের। এরপর ফারহান অভিনেতা শিবানী দান্ডেকরকে বিয়ে করেন (২০২২ সালে)। আগামীতে তাকে দেখা যাবে ওয়ার ড্রামা ‘১২০ বাহাদুর’-এ। তিনি ডন ৩-র সঙ্গে দীর্ঘদিন পর পরিচালনাতেও ফিরছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ