মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

শীতার্তদের পাশে নুরুল ইসলাম ফাউন্ডেশন

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১ প্রদর্শন করেছেন

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার দাসিয়ারছড়ায় বিলুপ্ত ছিটমহলে মঙ্গলবার দিনব্যাপী ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্রাধিক পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।

এদিন সকালে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও মোনাজাতের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলের অন্তর্গত আজোয়াটারি, দোলাটারি, ছিটচন্দ্রখানা, বালাতারি, কামালপুর, বটতলাসহ ১০টি জায়গায় শীতবস্ত্র  বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প প্রধান লেখক সাংবাদিক মাওলানা তোফায়েল গাজালি, যুগান্তরের ফুলবাড়ি প্রতিনিধি আব্দুল আজিজ মজনু , ফাউন্ডেশনের ফিল্ড মনিটরিং অফিসার সুহাইল আহমদ, খলিলুর রহমান, এরশাদুল হক, মাওলানা আমির হামজা, সাংবাদিক আসাদুজ্জামান খলিল প্রমুখ।

নুরুল ইসলাম ফাউন্ডেশন সংশ্লিস্টরা জানান, শিক্ষা-শান্তি-সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণেই এর যাত্রা। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণ-পোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ