কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার হলো— শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ(২১) ও মৃত মোছা আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)।
এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অধিনায়ক মো. কামরুজ্জামান। তিনি জানান, ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় র্যাব-১৫, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অন্য দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতার মাদক কারবারিদের হেফাজত থাকা ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতার ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।