মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩ প্রদর্শন করেছেন

বগুড়ার নিয়ন্ত্রণহারা ট্রাকের চাপায় বাবা-মেয়েসহ তিন জন ও গাবতলীতে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী- সুখানপুকুর সড়কে চামুরপাড়া নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের আবদুস সামাদের ছেলে অটোরিকশাচালক শাহীনুর রহমান (৪০), যাত্রী একই উপজেলার ভাগদূর্গা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩০) ও তার মেয়ে হুমাইরা খাতুন (৭) এবং গাবতলী উপজেলার বালিয়াদীঘির কালাইহাটা গ্রামের যুবায়ের হোসেনের স্ত্রী রেশমী খাতুন (২৫)।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, শনিবার সকাল ১০টার দিকে অটোরিকশাচালক শাহীনুর রহমান যাত্রী ফারুক হোসেন, তার স্ত্রী জুলেখা খাতুন (৩৫) ও তার মেয়ে হুমাইরাকে নিয়ে উপজেলার বিবিরপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দরগাহাট এলাকায় রেডিও স্টেশনের সামনে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছালে রিকশার এক্সেল ভেঙে যায়। এতে রাস্তায় পড়ে যান।

তিনি আরও জানান, এ সময় পেছনে থেকে আসা অজ্ঞাত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষ্ট করে পালিয়ে যায়। কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর তিন জনসহ চার জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক শাহীনুর রহমান, যাত্রী ফারুক হোসেন ও তার মেয়ে হুমাইরা মারা যান। ফারুকের স্ত্রী জুলেখা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, শনিবার সকালে যুবায়ের হোসেন তার মোটরসাইকেলে স্ত্রী রেশমী খাতুনকে নিয়ে বালিয়াদীঘি থেকে সুখানপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সুখানপুকুরের চামুরপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে রেশমী খাতুন রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা সোনাতলাগামী বালুবাহী ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ