রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

কুমিল্লায় আগুনে পুড়ল অর্ধশতাধিক দোকান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ প্রদর্শন করেছেন

কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ১২টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে মাধাইয়া বাজারের একটি দোকান থেকে  আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। এসময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম খান জানান, অগ্নিকাণ্ডের খবরে প্রথমে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে কুমিল্লা ও দাউদকান্দি থেকে আরো ৪টি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের চেষ্টায় টানা ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুনের উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। নির্দিষ্ট করে সংখ্যাটি না বলা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

এদিকে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ