উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত দুই সপ্তাহ সূর্যের তীব্রতা থাকায় তেমন শীত অনুভূত না হলেও গতকাল থেকে আবারও বেড়েছে শীত।
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া গ্রামের রিকশাচালক ফারুক হোসেন বলেন, কয়েকদিন আগে এতো বেশি শীত ছিল না। গতকাল সন্ধ্যা থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়শা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে। রিকশার হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ বলেন, বিভিন্ন জায়গায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আরও ২ হাজার কম্বল বিতরণের জন্য পেয়েছি। এগুলো বিতরণের জন্য তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এগুলো শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।