শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

১২ মাসে ৬২ বার দাম পরিবর্তন স্বর্ণের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ প্রদর্শন করেছেন

২০২৪ সালে দেশের বাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বছরটিতে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে, দাম কমানো হয়েছে ২৭ বার। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, চলতি বছরে প্রথমবার স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১৮ জানুয়ারি। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। আর সবশেষ দাম নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। ওই দিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। অর্থাৎ বছরের শুরুতে এক ভরি স্বর্ণের যে দাম নির্ধারণ করা হয় তার থেকে আরও ২৫ হাজার ৮৪৭ টাকা বেড়ে বছর শেষ হচ্ছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে সবশেষ ৩০ ডিসেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সবেচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮৬৩ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ সর্বোচ্চ ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় বিক্রি হয়েছে। ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়। আর চলতি বছর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের সর্বনিম্ন দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ১৯ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এই দামে স্বর্ণ বিক্রি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ