রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

চব্বিশে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭ হামলা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ প্রদর্শন করেছেন

ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ২০২৪ সালে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়ের ওপর ২৯৭৭টি হামলা চালিয়েছে।  মানবাধিকার নিয়ে কাজ করা স্থানীয় একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

বেদুইনদের প্রতিরক্ষার জন্য গঠিত সংগঠন আল-বাইদারের বরাত দিয়ে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি কর্তৃপক্ষ ২০২৪ সালে ৩৪০টি পরিবার নিয়ে গঠিত ৬৭টি বেদুইন সম্প্রদায়কে বাস্তুচ্যুত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বসতি স্থাপনের সুবিধার জন্য জনবসতি দূর করতে ইসরাইলি কর্তৃপক্ষ গণ বাস্তুচ্যুতি প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের এলাকা থেকে জোরপূর্বক বহিষ্কার করেছে।

মানবাধিকার সংস্থাটি বেদুইন সম্প্রদায়ের ওপর আক্রমণকে ‘প্রকৃত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করে আরও বলেছে, এই হামলাগুলো একটি সংগঠিত নীতি প্রতিফলিত করে যার লক্ষ্য ফিলিস্তিনি ভূমি থেকে তাদের আদিবাসীদের খালি করা এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে প্রতিস্থাপিত করা।

গত কয়েক বছর ধরে ইসরাইলি সামরিক বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নিয়মিত অভিযান চালিয়েছে যা ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে।

গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনি ভূমিতে ইসরাইলের কয়েক দশকের দখলদারিত্বেকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা হয় এবং অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বিদ্যমান সব বসতি সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ