বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেলে মানিকগঞ্জের হাজতি আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

মানিকগঞ্জ কারাগারের হাজতি আসামি নিত্য সরকার (৪৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মানিকগঞ্জ কারাগারের সুপার মো. হুমায়ুন কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কারাগার সুপার জানান, হাজতি আসামী নিত্য সরকার ৩১ ডিসেম্বর অসুস্থতা বোধ করেন। এসময় কারা চিকিৎসকের পরামর্শে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

কারা কর্তৃপক্ষ ঢাকা জেলের মাধ্যমে তাকে হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিত্য সরকারের। শনিবার মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ আগে নিত্য সরকার ৩০ অক্টোবর হরিরামপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তিনি হরিরামপুর উপজেলার কালৈই গ্রামের জগদীশ সরকারের ছেলে। তার পরিবারে রয়েছে তিন সন্তান। পেশায় কাঠমিস্ত্রির কাজ করতেন নিত্য সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ