বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

গাজীপুরে ৩৪ জনকে হুইলচেয়ার দিল ‘আমরা বিএনপি পরিবার’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

গাজীপুরে পঙ্গু ও বয়ষ্কদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার শ্রীপুর উপজেলার বরমী গার্লস্ স্কুল সংলগ্ন ঈদগাহ্ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ৩৪ জন  পঙ্গু ও বয়ষ্কদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হামজা গ্রুপের এম.ডি আবুল কাশেম।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহ্জ্জাহান ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাও. এস.এম রুহুল আমিন, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নাহীন আহমেদ মমতাজী, আব্দুল হান্নান মিয়া, জসিম উদ্দিন ভাট, জেলা বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মো. মোছলেহ উদ্দিন মৃধা, আফাজ উদ্দিন প্রধান, হুমায়ুন কবির সরকার, মো. নজরুল ইসলাম প্রমুখ।

হামজা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সব হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে পঙ্গু এবং বয়স্ক মানুষকে হুইল চেয়ার বিতরণ অব্যাহত থাকবে।’

এছাড়াও একই স্থানে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুজাহিদুল কবির। সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার সহ বিএনপি, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ