শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

টেকনাফে ২ লক্ষ ৩০০০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর সীমান্ত থেকে সোয়া দুই লাখের বেশি ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে, যাকে ‘মাদক পাচারকারি’ বলছে বিজিবি।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জাইল্ল্যা পাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

গ্রেফতার আব্দুর শুক্কুর (২১) মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাফপুরা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে।

বিজিবি অধিনায়ক আশিকুর বলেন, সন্ধ্যায় নাফ নদীর জাইল্ল্যা পাড়া সীমান্ত পয়েন্টে বিজিবির দুইটি টহল দল দায়িত্বে ছিল। এক পর্যায়ে বিজিবির সদস্যরা নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে সন্দেহজনক দুই ব্যক্তিকে বস্তা কাঁধে কূলের দিকে আসতে দেখে।

বেঁড়িবাধের কাছে আসলে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় লোকগুলো সাথে থাকা প্লাস্টিকের বস্তা দুইটি ফেলে দিয়ে পালানোর চেষ্টা চালায়।

“তখন ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তা দুইটি উদ্ধার করে ও খুলে ২ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। “

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ