শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

নিক্সন চৌধুরীর গ্রেফতারের ছবি ভুয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে- এমন ছবি ও কয়েকটা চ্যানেলে সংবাদও প্রচার হয়েছে।  এসব খবরের সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

তবে নিক্সন চৌধুরীকে গ্রেফতারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও খবরটি ভুয়া বলে জানানো হয়েছে।

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠজনের তথ্য মতে, তাকে গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন। কম্পিউটার থেকে তার ছবি তৈরি করা হয়েছে।

কয়েকটি টেলিভিশন চ্যানেলে এমন সংবাদটি প্রচারিত হয়েছে। নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জনে ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন নিক্সন চৌধুরী। মুখে খোঁচা খোঁচা দাড়িও রয়েছে।

তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। ওই সময়ের পর থেকে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভাঙ্গার থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, ‘যমুনা টিভির লোগো লাগানোসহ আরও কয়েকটি চ্যানেলে বিষয়টি দেখলাম। খোঁজ নিয়ে যতটুক সম্ভব জেনেছি, সংবাদটি ভিত্তিহীন ও বানোয়াট। কোনো কম্পিউটার থেকে এটা তৈরি করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ