শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

জাপানে বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

জাপানের টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি হামলায় আটজন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকালে হোসেই বিশ্ববিদ্যালয়ের তামা ক্যাম্পাসে এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে ২২ বছর বয়সি এক ছাত্রকে আটক করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়, সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচ এবং দেশটির অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী একজন সমাজবিজ্ঞানের ছাত্রী। ক্লাস চলাকালীন হাতুড়ি হামলা চালান তিনি।

বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মাথা থেকে রক্তপাত হতে দেখা গেছে। ছাত্রীটি জানান, তাকে উপেক্ষা করা হয়েছিল বলে তিনি হতাশায় ভুগছিলেন।

এনএইচকে জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাপানে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ আইন রয়েছে। দেশটিতে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং কখনও কখনও গুলি চালানোর ঘটনাও ঘটেছে, যার মধ্যে ২০২২ সালের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাও রয়েছে। এ ছাড়া গত ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিম জাপানের এক রেস্তোরাঁয় এক  হাই স্কুলের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং অন্য একজন আহত হয়।

পরে এ হামলার ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকি শহরে বাসের জন্য অপেক্ষারত শিশুদের লক্ষ্য করে এক হামলাকারীর তাণ্ডবে এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

৫১ বছর বয়সি ওই হামলাকারী একদল শিশুদের ওপর গুলি চালিয়ে নিজের ঘাড়ে ছুরিকাঘাত করেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ