রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কাউখালীতে দুই দিনে ৬ ইটভাটা বন্ধ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

রাঙামাটিতে হাইকোর্টের নির্দেশে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। কাউখালীতে গত দুই দিনে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ৬টি ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।

জানা গেছে, শুক্রবার জেলার কাউখালী উপজেলায় পরিচালিত অভিযানে ৩টি ইটাভাটা বন্ধ করে দেয় কাউখালী উপজেলা প্রশাসন। এ সময় তিনটি ইটভাটার মালিককে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

ভাটা তিনটি হলো- উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামের জেবিএম ব্রিকস, আদর্শ গ্রামের এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামের এমঅ্যান্ডসি ব্রিকস ফিল্ড।

উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকাল থেকে পরিচালিত অভিযানে বেতবুনিয়া ইউনিয়নের সুগারমিল এলাকার এসডব্লিউ ব্রিকস, এমবি ব্রিকস ও কেএমবি ব্রিকস ফিল্ড নামে আরও ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় ভাটা তিনটির মালিককে মোট সাড়ে ৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ২০ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশে কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী, কাউখালী উপজেলায় শুক্র ও শনিবার পরিচালিত অভিযানে ৬টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে।

এ সময় জ্বালানি কাঠও জব্দ করা হয়। সেই সঙ্গে সাইনবোর্ড টাঙিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ