রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

আবারও সম্পর্কে জড়াচ্ছেন মালাইকা-অর্জুন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক গত বছরে ইতি টেনেছিলেন বলিউড জুটি মালাইকা ও অর্জুন। তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিচ্ছেদের পর থেকে দুই তারকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার ভেসে উঠেছে মন ভাঙার পোস্ট। তবে আবারও দুজনকে একসঙ্গে দেখা গেছে। তাতেই গুঞ্জন উঠেছে, সম্পর্ক কি আবারও জোড়া লাগতে যাচ্ছে!

শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তাদের দুজনকে দেখা গেছে। মালাইকা এদিন নজর কেড়েছিলেন কালচে লাল রঙের চামড়ার লম্বা পোশাকে। অর্জুনের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও টি-শার্ট। দুজনকেই অনুষ্ঠানে প্রবেশ করতে ও বেরিয়ে আসতে দেখা গেছে। কিন্তু একসঙ্গে ক্যামেরাবন্দি করা যায়নি তাদের।

তবে এর পর থেকেই তারকা দম্পতির সম্পর্কে ফেরার গুঞ্জন। গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দুজনের এক ঘনিষ্ঠ সূত্রও বিচ্ছেদের ঘটনা নিশ্চিত করেছিলেন।

তারও কদিন পর অর্জুন নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেন। এরপর মালাইকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে অভিনেত্রীর টি-শার্টে লেখা ছিল—‘আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।‘ তখন তাদের সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আসে।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে ২০১৯ সালে অর্জুনের সঙ্গে প্রেমের কথা ঘোষণা করেন মালাইকা। তারপর থেকেই তাদের অসমবয়সি প্রেম আলোচনায় রয়েছে। বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ