রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

‘ইসরাইল গাজার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে’, ক্ষোভ মালালার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

ইসরাইল গাজার গোটা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই।

রোববার (১২ জানুয়ারি) ইসলামাবাদে ‘মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন মালালা।  দুদিনের এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রী অংশ নিয়েছেন।  খবর আরব নিউজের।

সম্মেলনের দ্বিতীয় দিনে তার ভাষণে মালালা বলেন, ‘গাজায় ইসরাইল সমগ্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।  তারা সব বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করেছে। এছাড়া স্কুলভবনে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের উপর নির্বিচারে হামলা চালিয়েছে।’

মালালা আরও বলেন, ‘আমি ইসরাইলের আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখব। ’

তিনি বলেন, ‘ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন এবং ভবিষ্যৎ হারিয়েছে।  একজন ফিলিস্তিনি মেয়ের স্কুলে যদি বোমা হামলা করা হয় এবং তার পরিবারের সদস্যরা নিহত হন তাহলে তার কোনও ভবিষ্যত থাকে না। ‘

মালালা ইউসুফজাই যখন ১৫ বছর বয়সি স্কুলছাত্রী ছিলেন তখন তার শিক্ষা আন্দোলনে ক্ষুব্ধ পাকিস্তানি ‘সন্ত্রাসীরা’ তার ওপর গুলি চালায়।  এ ঘটনার পর তাকে যুক্তরাজ্যে স্থানান্তরিত করা হয় সেখানে তিনি সুস্থ হন এবং মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী হন।

২০১২ সালের পর মালালা মাত্র দুবার পাকিস্তানে গেছেন।  এবার নিয়ে তিনি তিনবারের মতো নিজ দেশ সফর করছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস।  এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে।  ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ