রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে চোরাই ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫), এবং সাদ্দাম হোসেন (৩১)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
ডিবি জানায়, গত ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে একজনকে এবং পরে আরও দুইজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
এর আগে ৩ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের সময় জিগাতলা এলাকায় বিজিবির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানে এ চুরি হয়। দোকানটি বিপণিবিতানের নতুন ভবনের নিচতলায়। দুর্বৃত্তরা প্রায় ১৫৯ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। জুমার নামাজের সময় এ লুটের ঘটনা ঘটে। কাছাকাছি থাকা অন্য দোকানগুলো খোলা থাকলেও কেউ বিষয়টি টের পায়নি বলে জানা গেছে।
এ ঘটনার পর দিন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধানমন্ডি থানায় চুরির মামলা করেন দোকানের মালিক কাজী আকাশ।