বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মনির হোসেনের ৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এর সঙ্গে তার নামে থাকা আটটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ এসেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মনির হোসেন ১৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগদখলে রেখেছেন। তার নিজ নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠান এবং নিজ ও তার প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা করা হয়েছে।

মনির হোসেন সম্পত্তি বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে তদন্তে উঠে এসেছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগে স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তা রাষ্ট্রের ক্ষতি করবে। এজন্য স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করে রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।

গত ৯ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন সাবেক এপিএস মনির হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ