কুমিল্লায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর অশোকতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে যৌথবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার আসামি ওই এলাকার জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আবদুল আলীর ছেলে মো. লিটন মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে আরও একটি ৭.৬৫ মিমি পিস্তল, ৩টি পিস্তল ম্যাগাজিন, ১১ রাউন্ড পিস্তলের গুলি, দুইটি চাপাতি, দুইটি কুড়াল, একটি রামদা, একটি চাকু ও ছয়টি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।