বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

পুলিশের সাবেক আইজি এম আজিজুল হক ইন্তেকাল করিয়াছেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

বাংলাদেশ পু‌লি‌শের সা‌বেক মহাপরিদর্শক এবং বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব‌ুধবার রাত ৩টা ৩০ মি‌নি‌টে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি মারা যান।

তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৭ সালে ব্যারিস্টার মইনুল হোসেন গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থনীয় সরকার, নৌপরিবহণ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহন করেন এম. আজিজুল হক। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সু‌রে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছি‌লেন। তি‌নি স্ত্রী, তিন পুত্র, না‌তি-নাতনিসহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। তার মৃত্যুতে পরিবারসহ গ্রামের বাড়ির এলাকায় জনমনে বইছে শোকের মাতম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ