বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ক্যামেরা দেখলেই কেন ভয় পেতেন রাশা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেতা অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন অভিনেত্রী রুবিনা ট্যান্ডনকন্যা রাশা থাদানি। ‘আজাদ’ নামক একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এ নতুন তারকা জুটি। অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’ ছবিটি আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। আপাতত এ সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন দুই নবাগত রাশা ও আমান। এ দুই তারকা সন্তানের অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। যদিও এ সিনেমায় অজয় দেবগন নিজেও অভিনয় করেছেন বলে জানা গেছে।

বলিউডের তারকা সন্তান হওয়ার সুবাদে মাঝেমধ্যেই ক্যামেরার সম্মুখীন হতে হয় রাশা থাদানিকে, যা নিয়ে আগে বেশ ভালোই ভয় পেতেন তিনি। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে রাশা বলেন, অনেক দিন আগে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমি পার্লারে গিয়েছিলাম। পার্লার থেকে যখন বেরিয়েছিলাম, তখন আমাকে দেখে সবাই আমার মা ভেবে ভুল করেছিল। এর আরেকটি কারণ হলো— আমাদের দুজনের গাড়ির নম্বর এক ছিল।

অভিনেত্রী বলেন, প্রথম প্রথম আমি ভীষণ ভয় পেতাম ক্যামেরার সামনে দাঁড়াতে। মনে হতো আমার কেমন ছবি উঠবে। কেমনভাবে দাঁড়ালে আমাকে ভালো লাগবে। যদি কোনো খারাপ ছবি ওঠে, তাহলে সবাই কেমন প্রতিক্রিয়া দেবে। তবে এখন আর সেসব নিয়ে ভাবি হয় না।

রুবিনাকন্যা বলেন, এখন আমি যখনই বাড়ি থেকে বের হই, সবসময় প্রস্তুত হয়ে বের হই। বিশেষ করে কাজল ও লিপস্টিক ব্যবহার না করে আমি বাড়ি থেকে বের হই না। তিনি বলেন, মেকআপ যদি নাও করা থাকে, তাহলে অন্তত পক্ষে আমার চোখে রোদচশমা থাকে। আমাকে যেন দেখতে ভালো লাগে, সেই বিষয়টি সবসময় আমার মাথায় থাকে।

রাশা থাদানি আরও বলেন, আমি ক্যামেরা দেখলেই ভয় পেতাম। এখন আমি শাটারবাগগুলোকে মানুষ ভাবি ক্যামেরা নয়। আমার পক্ষে ব্যাপারগুলো এখন অনেক বেশি সহজ হয়ে গেছে। আমি এখন সাবলীলভাবে ক্যামেরার সামনে চলাচল করতে পারি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ