বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

কাশিমপুরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

গাজীপুরের কাশিমপুরে রাইসমিল থেকে জামগড়া আঞ্চলিক সড়কে হুকলিক গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে জেসমিন আক্তার নামের এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের রাইসমিল এলাকার শৈলডুবী সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জেসমিন আক্তার (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জীবনপুর এলাকার ফরিদ হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে কাশিমপুর এলাকায় বসবাস করে জিরাবো সিলভার ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে চাকরি করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার কাশিমপুরের রাইসমিলের সামনে থেকে একটি হুকলিক গাড়ি জামগড়ার দিকে যাচ্ছিল। এ সময় রাইসমিল এলাকার শৈলডুবী সিরাজগঞ্জ ফ্যাশন লিমিটেডের সামনে হঠাৎ চলন্ত অবস্থায় একই দিকে যাওয়ার সময় জেসমিন আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

পরে গার্মেন্টস শ্রমিক জেসমিন আক্তার হুকলিক গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক হুকলিক গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ