বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

মাগুরায় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

অলোক রায়, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫ প্রদর্শন করেছেন

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” “এসো বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা ও তরুণ সমাবেশ ও দুইদিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ ম অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী বুধবার সকালে উপজেলা পরিষদ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় উপজেলার ৮টি ইনিয়নের প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা বক্তব্য পেশ করে।

এছাড়া উপজেলার বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা উপরোক্ত বিষয়ে লিখিত আকারে ভবিষ্যতের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায়, নব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবু আহসান, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক প্রাক্তন অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা জামায়াতের আমীর নুর আহম্মেদ, উপজেলার সমন্বয়ক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ