বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

মাগুরার মহম্মদপুরের কৃতি ও মেধাবী মুখ জনাব এম, এম, তারিক-উল্লাহ্ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারে “সহকারী পুলিশ সুপার” পদে যোগদান

অলোক রায় বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

মাগুরার মহম্মদপুরের কৃতি ও মেধাবী মুখ জনাব এম, এম, তারিক-উল্লাহ্ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ পুলিশ ক্যাডারে “সহকারী পুলিশ সুপার” পদে আজ (১৫ জানুয়ারি ২০২৫) যোগদান  করেছে।

এম, এম, তারিক-উল্লাহ্ শোভন ৪৩ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

এম, এম, তারিক-উল্লাহ’র বাবা মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা ও নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া এস.এম.এ আহাদ মহাবিদ্যালয়ের স্বনামধন্য অধ্যক্ষ জনাব জনাব মোঃ মৈমুর আলী মৃধা। মা মোসাম্মৎ হোসনেরা গৃহিণী। মামা জনাব রফিকুল ইসলাম ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। দুই ভাইয়ের মধ্যে তারিক-উল্লাহ বড়। ছোট ভাই এম এম মহিবুল্লাহ এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে।

তারিক-উল্লাহ্ মহম্মদপুর উপজেলা সদরের সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি ও ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজীপুর থেকে ইলেকট্রনিক এ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) টেকনোলজি বিষয়ে সম্মান শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

এম, এম, তারিক-উল্লাহ্ শোভনের সাফল্যে আমরা মহম্মদপুরবাসী গর্বিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ