মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

টেকনাফে ক্রিস্টাল মেথ-ইয়াবাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ প্রদর্শন করেছেন

কক্সবাজার বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৬ জনকে আটক এবং ১টি সাম্পান (নৌকা) জব্দ করা হয়।

আটকরা হলেন- টেকনাফ মিঠাপানির ছড়া এলাকার নুর হাবিবের ছেলে ফয়সাল, আব্দুর রহিমের ছেলে আরমান, আব্দুল মুন্নাফের ছেলে বুখার উদ্দীন, জহির আহম্মদের ছেলে শফিক উদ্দিন, বটতলী লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন, উখিয়া কুতুপালং এফডিএমএন ক্যাম্প-২০ এর আব্দুর সাত্তারের ছেলে কামাল হোসেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবির) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় নৌপথে নাফ নদীর মোহনা হয়ে সাগরপথে মিয়ানমার হতে মাদকের একটি চালান ইঞ্জিনচালিত সাম্পান বা নৌকার সাহায্যে বাংলাদেশে আসার গতিবিধি শনাক্ত করা হয়। সন্দেহভাজন নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে একটি বিশেষ দল দ্রুত জলযান ফ্যান্টমের সাহায্যে গভীর সাগরে অভিযান চালায়।

পরে নৌকাটিকে ধাওয়া করে অভিযান দলটি মাদক পাচারকারী দলটিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। সেই সঙ্গে নৌকায় থাকা ৬ জনকে আটক করা হয়। এছাড়া আটকদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্যসামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নৌকাসহ আটকদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ