সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

শিশু হত্যা মামলায় গ্রেফতার আসামিদের ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

বরিশালের গৌরনদীতে শিশু সাফওয়ান শিকদার (৫) হত্যা মামলায় গ্রেফতার ইউপির সদস্য মোজাম্মেল হক চৌধুরী ও আসামি রোমান চৌধুরীর ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার শরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে হোসনাবাদ দাদা বাড়িতে বেড়াতে আসে শিশু সাফওয়ান। বুধবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হন সে। পরে বৃহস্পতিবার ভোরে একই গ্রামের মান্না বেপারীর বাড়ির পাশে রাস্তার ঢাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত শেষে গ্রামে নিয়ে আসলে; বাদ আছর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে মুসল্লীরা বিক্ষোভ মিছিল করে গ্রেফতার মোজাম্মেল ও পরে রোমানের ঘরে আগুন দেয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধরা ফায়ার কর্মীদের বাধা দেয়। পরে গৌরনদী উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান, এসিল্যান্ড মো. রাজীব হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী, ওসি মো. ইউনুস মিয়াসহ আইন শৃঙ্খলা বাহিনী  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বাবা মো. ইমরান শিকদার বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে; অজ্ঞাতনামা আরো ৯ থেকে ১০ জনকে আসামি করে শুক্রবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামি রোমান চৌধুরী, তার স্ত্রী আখি বেগম, বোন রাবিনা বেগম ওরফে লাবিনা বেগম ও মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।  বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

গ্রেফতার দুই নারীসহ চার আসামিকে শুক্রবার দুপুরে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ