মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর জন্য তারেক রহমানের চিকিৎসা সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ প্রদর্শন করেছেন

রাজধানী ঢাকার লালবাগের ২৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রীকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কিডনি ও লিভারে সমস্যা নিয়ে মরহুম আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনা প্রচণ্ড অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন।

শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সহায়তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ প্রমুখ।

এদিকে, কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা এবং অসহায় এ পরিবারের পাশে থাকার বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ