শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

কসবায় ৩ মণ গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) ভোরে কসবা পৌরসভার শাহাপুর বড় কবরস্থানের পাশের একটি পাকা রাস্তা থেকে মাদক জব্দ করা হয়। অভিযানে তিনজন মাদক-কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছগ্রামের সোহরাব মিয়া (২২), খাড়পাড়া এলাকার শফিকুল ইসলাম (২৯) এবং নবীনগরের কৃষ্ণনগর গ্রামের রাজা মিয়া (২৭)। এ সময় আরও দুই মাদক কারবারি পালিয়ে গেছেন।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আবদুল কাদের বলেন, মাদক পাচার করার সময় ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। দুই মাদক কারবারি পালিয়ে গেছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ