সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

আজ আমি একা, বড় অসহায়: জয়

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫১ প্রদর্শন করেছেন

ছোট ও বড় পর্দায় অভিনয় করে খুব একটা সফলতা না পেলেও টিভি উপস্থাপনা করে বেশ আলোচিত হয়েছেন শাহরিয়ার নাজিম জয়। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিকে বিভিন্ন ধরনের প্রশ্নে করে প্রায়ই সংবাদের শিরোনাম হয়ে থাকেন জয়।

তবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর থেকে খুব একটা ভালো সময় যাচ্ছে না তার। পতিত সরকারের সুবিধাভোগী তকমা পেয়ে বেশকিছু জায়গা থেকে কাজও হারাতে হয়েছে তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেতা। যেখানে তিনি উল্লেখ করেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, জয় তার দুই ছেলের সঙ্গে সোফায় বসে রয়েছে, পাশে রয়েছেন অভিনেতার বাবা। আরেকটি ছবিতে বাবা-ছেলে ক্যামেরাবন্দি হয়েছেন।

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘বাবা হারানোর চার বছর। বাবার মত ছায়া কেউ দেয় না। যেমন মায়ের মত মায়া অন্য কেউ দিতে পারে না। আমার ছায়া নেই কিন্তু এখনো মায়া আছে। যাদের মায়া এবং ছায়া দুটোই নেই তারা বাঁচে কীভাবে?’

তার এই আবেগঘন পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘আল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া সকল মা বাবাকে তুমি জান্নাত নসিব করিও আমীন।’

আরেকজনের মন্তব্য করেছেন, ‘আমার বাবা মারা যাওয়ার ১৫ বছর হয়ে গেছে। এক মাস আগে মা ও মারা গেছে। আজ আমি একা। বড় অসহায়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ