মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

শিক্ষার্থী হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে (৪০) কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।এর আগে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর শহর থেকে মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

বাবু নকলা উপজেলার বাদাগৈড় এলাকার মৃত আজগর আলীর ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও জড়িত।

এছাড়া বাবু নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং  দৈনিক কালবেলা পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি।

স্থানীয়রা জানান, গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট শেরপুর শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে চালানো গুলিতে নিহত হন শিক্ষার্থী সবুজ। আর ছাত্রদের মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বহরে থাকা ম্যাজিস্ট্রেটের গাড়িচাপায় নিহত হন শিক্ষার্থী মাহবুব ও সৌরভ। এ ঘটনায় দায়ের করা ৩ মামলাসহ মোট ৪টি মামলার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে রোববার সন্ধ্যায় শেরপুর শহর থেকে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন সরকার বাবুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে সোমবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার কয়েকটি মামলায় মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ