সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

টেকনাফে অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউপিস্থ উলুচামারী এলাকায় র‍্যাব অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরি অস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

র‍্যাব জানান- গোপন সংবাদের ভিত্তিতে জানতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপিস্থ উলু চামারী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে (২১ জানুয়ারি) ভোরে র‍্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি অস্ত্র’সহ মো: ইউনুস নামে এক অস্ত্র কারবারিকে আটক করতে সক্ষম হয়, যা পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র কারবারীর ইউনুস (৩০), পিতা-রুস্তম আলী সেই হ্নীলা ইউপির উলুচামারী, ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

র‍্যাব আরও জানান- উদ্ধারকৃত অস্ত্রসহ’সহ গ্রেফতারকৃত অস্ত্র কারবারি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ