নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা
রোববার ( ৭ জানুয়ারি ) কুমিল্লা-২ আসনে নৌকার মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ ৬টি কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ এনেছেন। ট্রাক মার্কার সমর্থকেরা কেন্দ্র দখল করে বেলটে সিল মারেন বলে জানানো হয়। ভোট কাটা বাধা দিতে গেলে হামলার শিকার হওয়া নৌকার দুজন সমর্থক এ ব্যাপারে সরাসরি বিবৃতি দেন। তারা হলেন দুলালপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং ৩নং দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিমউদ্দিন সওদাগর। ট্রাক মার্কার সমর্থকেরা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকদের জোরপূর্বক বের করে দিয়ে ভোট কাটছে এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গেলে তারা ভোটকেন্দ্রের গেটে হামলার শিকার হন। তাদের শরীরে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজন কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনে জানানো হয়েছে।