মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৬ প্রদর্শন করেছেন

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করছেন ম্যাটস (মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল) শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১ টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এর ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নেন। এর আগে রাজধানীর কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান তারা।

এ সময় শাহবাগ মোড়ের চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

তাদের দাবিগুলো হচ্ছে— ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ।

বিক্ষোভে অংশ নেওয়া ম্যাটসের এক শিক্ষার্থী বোরহান জানান, আমাদের দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে নিয়োগ। গত ১৫ বছরে আমাদের কোনো নিয়োগ দেওয়া হয়নি।

এর আগেও আন্দোলন করেছি। আমাদের শুধু আশ্বাস দিয়ে রেখেছে সব দাবি মেনে নেওয়ার। কিন্তু কোনো দাবি মানা হয়নি।

দ্বিতীয়ত হচ্ছে, আমাদের ইন্টার্নশিপ ছিল সেটা বন্ধ করা হয়েছে। এখন আমরা ইন্টার্নশিপ চালুর দাবি করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ