মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

উত্তরপ্রদেশে গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২ প্রদর্শন করেছেন

ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় একটি গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ সুপার রাজেশ এস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে জেলার কাতেলি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা আল্লাগঞ্জ থানার গোরা এবং দহেনা গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার আরও বলেন, নিহতরা হলেন রাহুল কুমার (২৫), বিনয় শর্মা (২৭), আকাশ (২২) এবং গোপাল (২৪)। ঘটনাস্থলেই তাদের সকলের মৃত্যু হয়েছে।

পুলিশ ট্রাকটি জব্দ করেছে তবে চালক পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ