সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

স্কুলের সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

রাজশাহীর চারঘাটে বিদ্যালয়ের সভাপতি পদ পাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

রোববার বেলা ১১ টায় উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  এখনও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৪৫), শাজাহান আলী মন্ডল (৫৫) ও তার ছেলে সেলিম রেজা (২৫), আমান উল্লাহ (৫৫), কাজী আহম্মেদ (৫৫) ও শাবু সরদার। আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেনের ও কাজী আহম্মেদ পক্ষের বিরোধ চলে আসছিল। এ নিয়ে জাহাঙ্গীর সমর্থকরা একমাস আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক একেএম জাকারিয়া হোসেনকে বিদ্যালয় থেকে বের করে দেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি প্রধান শিক্ষক।

রোববার ১১টায় কাজী গ্রুপের নেতৃত্বে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীরের লোকজন হয়ে বাধা দেয়। এতে দুপক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক জাকারিয়া হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

চারঘাট মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, বিদ্যালয়ের সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার প্রধান শিক্ষক বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ