সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

রায়পুরে উপহার নিয়ে শহিদ পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লক্ষ্মীপুরের রায়পুরে শহিদ ওসমান ও ফয়েজের বাড়িতে ফল ও সেলাইমেশিন নিয়ে যান রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান। এ সময় তিনি তাদের পরিবারের খোঁজখবর নেন।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি দুই শহিদ পরিবারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে সেলাইমেশিন উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া ও বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন।

রায়পুরের চরআবাবিল ইউপির ঝাউডুগি গ্রামের শহিদ ফয়েজের মা বলেন, আমার ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছে। ইউএনও ও ওসি আমাদের বাড়িতে দেখতে এসেছেন এতে আমি অনেক খুশি হয়েছি।

তিনি জানান, এর আগেও ইউএনও আমাকে আর্থিক সহোযোগিতা করেছেন। এখন ফল ও সেলাইমেশিন নিয়ে বাড়িতে দেখতে এসেছেন। উনি সব সময় খোঁজখবর রাখছেন।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। উপজেলা প্রশাসন সব সময় তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করবে।

শহিদ ফয়েজের বাবা ঘরের চাল দিয়ে পানি পড়ার কথা জানালে ১ বান টিন ও নগদ অর্থ এবং টিসিবি কার্ডসহ অন্যান্য সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ