শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

ফের বিয়ে করছেন রাখি সাওয়ান্ত, পাত্র পাকিস্তানি পুলিশ কর্মকর্তা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩১ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন।  দু দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি । জানালেন, আর কোনো ভুল করতে চান না তিনি।  তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া’র সাথে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

এর আগের দুই স্বামী নিয়ে রাখির জীবনে বেশ ধকল যায়।  গোপনে প্রথম বিয়ের বিষয়টি রিয়্যালিটি শোয়ের এক মঞ্চে প্রকাশ্যে নিয়ে আসেন তিনি। তারপর সে বিয়ে নিয়ে নানা গল্পকথা তুলে ধরেন রাখি। অল্পদিনের মধ্যে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার। দ্বিতীয়বার বলিউডের উঠতি এক অভিনেতা আদিল দুরানিকে বিয়ে করেন।  আদিলকে বিয়ে করার জন্য তিনি নাকি ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন।  তবে দ্বিতীয় বিয়েও টিকেনি তার।  দ্বিতীয় বিয়ে ঘিরে থানা পুলিশসহ নানা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলেন রাখি।

এবার রাখি জানালেন, আর কোনো বিড়ম্বনায় পড়তে চান না তিনি। গত দু’বারের ভুল আবার করতে চান না। তাই বুঝেশুনে এবার পাত্র পছন্দ করলেন তিনি। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা।  পাত্রের নাম দোদি খান।  পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত।

অভিনেত্রী জানান, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি বহু বিয়ের প্রস্তাব পান।  সেখান থেকেই বেছে নেন দোদিকে।

রাখি বলেন,  ভারত ও পাকিস্তান একে অপরকে ছাড়া চলতে পারে না। আমি পাকিস্তানিদের ভালোবাসি।

তিনি জানিয়েছেন, পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম অনুসারে বিয়ের অনুষ্ঠান হবে।  তবে বিয়ের প্রীতিভোজ হবে ভারতে।  হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ