শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে চান ট্রাম্প: ইসরাইলি মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫ প্রদর্শন করেছেন

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই দাবি করেছে ইসরাইলি মিডিয়া।

বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান বলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) জানিয়েছে ইসরাইলি মিডিয়া।

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরাইলি কর্মকর্তাদের বার্তা পাঠিয়েছেন।  এতে ইঙ্গিত করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে হাজার হাজার মার্কিন সেনা প্রত্যাহার করতে চান।

এতে আরও বলা হয়েছে, সিরিয়া থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহার ইসরাইলের জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করবে।

গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্যানুসারে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সেনা মোতায়েন রয়েছে।

এদিকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার সিরিয়ার দখলকৃত হারমন পর্বত পরিদর্শন করেছেন। গত মাসে এই অঞ্চলটি দখলের পরে সেখানে অনির্দিষ্টকালের জন্য সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে ইসরায়েলের অভিপ্রায়ের ওপর জোর দিয়েছেন তিনি।

কাটজ বলেন, ‘আমরা শত্রু বাহিনীকে সিরিয়ার দক্ষিণে, এখান থেকে সুইদা-দামেস্ক অক্ষ পর্যন্ত নিরাপত্তা অঞ্চলে পা রাখতে দেব না। আমরা যেকোনও হুমকির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ