রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বিভাগীয় শহরে শুক্রবার এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-সহ নানা স্লোগান দেওয়া হয়।

বক্তারা কর্মসূচি থেকে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

যুগান্তর ব্যুরোদের পাঠানো খবর:

রাজশাহীতে জুমার নামাজের পর নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে গণমিছিল বের করে মহানগর শাখা ছাত্রশিবির। মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক মো. আসাদুজ্জামান ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও পাঠক সম্পাদক নাহিদুল ইসলাম। মহানগর শিবিরের সভাপতি শামিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন শিবিরের রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি ইলিয়াস আলী, ঠাকুরগাঁওয়ের সভাপতি আমজাদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, বিচারের আগে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচির নামে রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

রংপুরে জুম্মার নামাজের পর মহানগরীর কাচারি বাজার এলাকায় গণমিছিলিটি করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলে শেখ হাসিনার বিচারের দাবিতে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। পরে সমাবেশে বক্তব্য দেন মহানগর শাখা শিবির সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিসুর রহমান। তারা বলেন, তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

ময়মনসিংহে ছাত্রশিবিরের গণমিছিল নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে বের হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা. মোহাম্মদ নাঈম, জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদ হক, সেক্রেটারি শফিকুল ইসলাম হামিম, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরীফুল ইসলাম খালিদ, সেক্রেটারি ফাওজান আব্দুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক মিলন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদ কবির।

বক্তারা জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান। বরিশালে গণমিছিল শেষে সমাবেশ হয়েছে। ছাত্রশিবিরের মহানগর শাখার সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ। এ দেশে যেন কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে বক্তারা আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক তাওহীদুল হক মিজবাহর নেতৃত্বে গণমিছিল শেষে নগরীর নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সমাবেশে তাওহীদুল হক মেজবাহ বলেন, আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে। রাজনীতি করতে চাইলে অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ আলী, মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, মহানগর দক্ষিণ ছাত্রশিবির সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন।

বগুড়ায় গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। বক্তব্য দেন বগুড়া শহর শিবিরের সভাপতি রেজোয়ানুল ইসলাম, জেলা পূর্বের সভাপতি জোবায়ের হোসেন, জেলা পশ্চিমের সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ, পশ্চিম জেলা সেক্রেটারি হাফেজ আল-ইমরান ও পূর্ব জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ