শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

দলের নিবন্ধন পেয়ে যা বললেন বিডিপির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও সেক্রেটারি মুহা. নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন।

পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪ এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার নির্বাচন দুটোই চায় জানিয়ে দলটির সভাপতি বাস্তবসম্মত সংস্কারের ওপর জোর দেন। তবে মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলেও মত দেন।

তিনি জানান, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

দলটির নিবন্ধন নম্বর ৫৪। প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯ টি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ