সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ মারা গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ওসি দুলাল উদ্দিন জানান, সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দুলাল উদ্দিন বলেন, ভোরের দিকে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হতে পারে।