লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরের কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তসলিম উদ্দিন (৬০), পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক (৩৮) ও পৌর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম রাজিম (৩৫)।
পুলিশ জানায়, আটককৃতরা সদর থানায় করা গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায় ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এই অভিযান চলমান থাকবে।’