শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শাস্তি পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ প্রদর্শন করেছেন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একের পর এক মেজাজ হারাতে দেখা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে। প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্তপ্ত (স্লেজিং) করেই ক্ষান্ত হননি, কেউ কেউ প্রোটিয়াদের দিকে তেড়েও গেছেন।

আইসিসির পক্ষ থেকে এসব ঘটনায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করার দায়ে শাস্তির আওতায় আনা হয়েছে শাহিন আফ্রিদি, সউদ শাকিল ও কামরান গুলামকে।

বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটারের শাস্তির ঘোষণা দিয়েছে। এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।

যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত শারীরিক অগ্রহণযোগ্য।’

করাচিতে বুধবার ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৮তম ওভারে সফরকারী ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন আফ্রিদি। এরপর দুজনের মুখোমুখি শারীরিক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময়েরও ঘটনা ঘটে।

আরেকটি ঘটনায় সউদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান ‍গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

২৯তম ওভার চলাকালে ওই ঘটনায় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর দুজনেই তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মাতেন। ফলে শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি।

যেখানে বলা হয়েছে– ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা-কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে, যা ওই ব্যাটারকেও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।’

শুধু জরিমানাই নয়, তিন ক্রিকেটারকেই একটি করে ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি। তারা গত ২৪ মাসে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এছাড়া শাহিন-কামরান-শাকিল আইসিসির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনো প্রয়োজন পড়েনি।

এদিকে শাস্তি পাওয়া ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। যে ম্যাচে ম্যাথু ব্রিটজকে, অধিনায়ক টেম্বা বাভুমা ও হেনরিখ ক্লাসেনের আশি পেরোনো ইনিংসে সফরকারীরা ৩৫৩ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়ায় রেকর্ডগড়া দুর্দান্ত এক জুটিতে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা।

দুজনের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ