ভালোবাসা দিবসে ভালোবাসার সময় নেই টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সকাল থেকে ব্যস্ত থাকেন হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজে। তবে বিধি বাম, ভ্যালেন্টাইনস ডের ভোরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে শয্যাশায়ী অভিনেত্রী।
গত বছরই দীপাবলিতে বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। বিশেষ বিশেষ দিনে সঙ্গীর সময় কাটাতে মুম্বই উড়ে যান নায়িকা। এবছর ‘ভ্যালেন্টাইনস ডে’-র দিনেও ছিল বিশেষ পরিকল্পনা। তবে পায়ে চোট পাওয়ার কারণে সব বানচাল হল ঋতাভরীর।
সম্প্রতি একটি গণমাধ্যমে খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন অভিনেত্রীর মা শতরূপা সান্যাল। জানিয়েছেন বীভৎসভাবে পা ফুলে গেছে অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শ মেনে উঁচু জায়গায় পা তুলে রাখতে হয়েছে তাকে। সঙ্গে অনবরত বরফ দেওয়া হচ্ছে।
এদিকে চিত্রনাট্যকার সুমিতের জন্য অনেক খুঁজে পুরোনো দিনের টাইপরাইটার কিনেছেন অভিনেত্রী। বরাবর ভিন্নধারার উপহার দিতে ভালোবাসেন ঋতাভরী। আর এ উপহার পেয়ে খুবই খুশি সুমিত। এবার ঋতাভরীর প্রতীক্ষা— সুমিত তাকে কী উপহার দেন সেটিই দেখার। কিন্তু এসব কিছুই দুর্ঘটনায় বানচাল।
অভিনেত্রীর মা শতরূপা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতে যাওয়ার আগে মায়ের কাছে গিয়েছিলেন। সম্ভবত তখনই সিঁড়িতে পা মচকে যায় ঋতাভরীর। সেই সময় ততটাও ব্যথা অনুভব করেননি। বুঝতে পারেননি, এতটা বাড়াবাড়ি হয়ে যাবে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ফোন করে ঋতাভরী মাকে বললেন পায়ে প্রচণ্ড ব্যথার কথা। পা ভীষণ ফুলে গেছে। মাটিতে পা ফেলতে পারছেন না তিনি। দাঁড়াতেও পারছেন না। তখনই চিকিৎসককে ফোন করেন শতরূপা সান্যাল। আপাতত ওষুধ চলছে। শুটিং পণ্ড, বাসায় শয্যাশালী বলে জানান অভিনেত্রীর মা।