বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে বাংলাদেশ আ.লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সোনারগাঁও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর নিজ বাস ভবন হাসনাত ভিলায় সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এবং নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর হাতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, বহু প্রতিক্ষার পর নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁও) আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত এর বিজয়ে উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের বহুল কাঙ্ক্ষিত সপ্ন বাস্তবায়ন করেছেন।