বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

২০ বছর পর পশ্চিম তীরে ফের ট্যাংক মোতায়েন ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ প্রদর্শন করেছেন

দুই দশকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরাইলি সেনাবাহিনী। রোববারের এই ঘটনায় সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

এদিন এক বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলি নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং দুভদেভান কমান্ডো ইউনিটের সেনারা উত্তর পশ্চিম তীরের জেনিন সংলগ্ন কয়েকটি গ্রামে অভিযান শুরু করেছে।

ইসরাইলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, ট্যাংক মোতায়েনের এই সিদ্ধান্তটি ‘পশ্চিম তীরের উত্তরে চালানো সামরিক অভিযানের সম্প্রসারিত অংশ’।

ইসরাইলের এই পদক্ষেপটি ২০০২ সালের পর প্রথমবারের মতো সংঘটিত হলো। ওই সময় ইসরাইলি সেনাবাহিনী অপারেশন ডিফেন্সিভ শিল্ড-এর অংশ হিসেবে পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন করেছিল।

ইসরাইলি বাহিনী গত মাস থেকে উত্তর পশ্চিম তীরে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে। যে অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত ও হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় চালানো ইসরাইলি আগ্রাসন বর্তমানে থেমে গেলেও পশ্চিম তীরে সামরিক অভিযান বৃদ্ধি পেয়েছে। যার ফলে অধিকৃত অঞ্চলটিতে ৯২৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৭,০০০ জন আহত হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) কর্তৃক গত জুলাই মাসে দেওয়া রায়ে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবৈধ। একই সঙ্গে আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত অবৈধ বসতি খালি করার নির্দেশ দিয়েছে।

তা সত্ত্বেও দখলদার ইসরাইল পশ্চিম তীরে সামরিক অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদ করে চলেছে। এমনকি ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলেও অবৈধ বসতি স্থাপন করে যাচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ