ক্সবাজারের টেকনাফ বিসিজি ষ্টেশনে দায়িত্বরত কোস্টগার্ড জওয়ানেরা প্রধান সড়কে অভিযান চালিয়ে ৬০কেজি গাঁজা বোঝাই মাইক্রোসহ ৪জন মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়,২৭ফেব্রুয়ারী ভোর ৬টারদিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি গাঁজার বড় ধরনের চালান টেকনাফে আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থল বন্দর সংলগ্ন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযানকালে একটি ধূসর রংয়ের হাইস মাইক্রো গাড়ী (ঢাকামেট্টো-ঢ-১৪-২৪০২) তল্লাশী করে ৬০কেজি গাঁজাসহ কুমিল্লার মোঃ আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) এবং মোছনী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নূর (২৩) কে আটকের পর গাঁজা বহনকারী গাড়ী জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান,আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।