বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

সাবেক বন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, উপ সহকারী পরিচালক এলমান আহম্মদ রনি এ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ স্থাবর অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলের অভিযোগটির তদন্ত কাজ চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাইদুল ইসলাম সম্প্রতি পি.আর.এল ভোগরত এবং আসামীর ভাই-বোনরা আমেরিকা বসবাসরত থাকায় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ