বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১ প্রদর্শন করেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।

রবিবার (০৯ মার্চ, ২০২৫ ইং) সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। তিনি রাজউক এর প্রাক্তন চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) এর স্থলাভিষিক্ত হোন।

রাজউক চেয়ারম্যান হিসেবে যোগদানের পূর্বে তিনি রাজউক এর সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) (অঃ দাঃ) হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানকালে নব্য নিযুক্ত রাজউক চেয়ারম্যান বলেন, “আমি রাজউকে নতুন নই, সদস্য হিসেবে কিছুদিন কাজ করেছি। রাজউক এর সবাইকে বিধি মোতাবেক এর সকল কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। যেকোনো অনিয়ম সামনে আসলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউক এর জনবল সংকট রয়েছে, এই সংকট কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

এসময় রাজউক এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ তাঁকে সাদরে বরণ করে নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ