রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

পুলিশ ডেকে মাওলানের হাত-পা ভেঙ্গে দিল বাদী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২ প্রদর্শন করেছেন

কুমিল্লার তিতাসে পুলিশ ডেকে নিয়ে আসামিকে আটক করে হাত পা ভেঙ্গে দিয়েছে মামলার বাদী পক্ষ। শুক্রবার রাতে উপজেলার জিয়ারকান্দি গ্রামে এমন ঘটনা ঘটেছে।

এ সময় উত্তেজিত জনতা পুলিশের এসআই আরেফুল ইসলাম এবং কনস্টেবল মো. রাসেলকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন। স্থানীয়দের দাবি পুলিশের ইন্দনেই বাদীপক্ষ আসামিকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে।

পুলিশ জানায়, গত ১১ মার্চ তিতাস জিয়ারকান্দি গ্রামের মাওলান গংরা পাশের বাড়ির রাকিব সরকারকে মারধর করেন। ১৩ মার্চ ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাতে বাদী রাকিব থানায় এসে এসআই আরেফুল ইসলাম এবং কনস্টেবল রাসেলকে ডেকে নিয়ে আসামির বাড়ি ঘেরাও করে। এ সময় পুলিশের সামনেই আসামি মাওলানকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেওয়া হয়।

এই ঘটনায় এলাকাযরে মানুষ পুলিশকেই দোষারোপ করেন। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করে পুলিশের এসআই আরেফুল ইসলাম এবং কনস্টেবল রাসেলকে অবরুদ্ধ করা হয়। এদিকে মুমূর্ষ অবস্থায় আসামি মাওলানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে খবর পেয়ে পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যকে উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান থানার ওসি মামুনুর রশিদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ। সেখানে এলাকার কয়েকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, পুলিশ বাদীর পক্ষ হয়ে এসে আসামির বাড়ি ঘেরাও করে। এ সময় বাদী পক্ষের লোকজন পুলিশের সামনেই আসামি মাওলানকে পিটিয়ে তার হাত-পা ভেঙ্গে দেয়। পুলিশ কোনভাবেই এ কাজটি করতে পারে না। তাদের এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণেই আজকে এখানে বড় ধরনের একটি সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এটা সামনের দিকে আরো বাড়তে পারে।

তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন, পুলিশ বাদীর পক্ষ হয়ে আসামিদের বাড়ি ঘেরাও করে হামলায় ইন্ধন যুগিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বাস্তবে বিষয়টি ভিন্ন। মূলত পুলিশ গিয়েছে আসামিকে গ্রেফতার করার জন্য। এটা আদার্স সেকশনের একটা মামলা। সেখানে গিয়ে পুলিশ অবরুদ্ধ অবস্থার শিকার হয়। খবর পেয়ে আমরা গিয়ে তাদেরকে উদ্ধার করে আনি। এ ঘটনায় আসামিপক্ষ বাদীর বিরুদ্ধে মামলা দিলে আমরা তা গ্রহণ করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ